Wednesday, July 11, 2012

Bamboo Wood Cooperative of Khuniadangi, খুনিয়াডাঙির বাঁশ-কাঠের সমবায়প্রথম দিনের ভ্রমণের এক্কেবারে শুরুতে আমরা এসে পৌঁছলাম খুনিয়াডাঙির বাঁশ-কাঠ শিল্পের সমবায়ে. মাঝখানে এটি প্রায় মৃত হয়ে পড়ে. তবে নতুন করে পুরোনো কিছু সদস্য একে জাগাতে চাইছেন. সংঘ তাদের পাশে এসে দাঁড়িয়েছে. এর প্রধান নেতা পরেশ সরকার এই সমবায়ের অন্যতম সদস্য এই জেলার সংঘ প্রধান.
এই ছবিতে সমবায়ের বাড়ি, তাদের পুরোনো কিছু কাজ ইত্যাদি দেখানো হয়েছে.
Post a Comment