Sunday, December 4, 2011

খন লোকনাট্যের বাজনদারেরা




মালাকার সম্প্রদায়ের সরতাজ শিল্পী মধুমঙ্গল মালাকারের দিনাজপুরের ইটাহারের কাছে মুষ্কিপুর গ্রামে কার্তিক পুজো হয়েছিল ১৭ থেকে ১৯ নভেম্বর, ২০১১. কলাবতী মুদ্রা এ বছর সেই পুজোর সাক্ষী ছিল. কাতিপুজোর নানান অভিজ্ঞতা, আলপনা, পুজোর উপাচারসহ বিসর্জনের ছবিও আমরা পরিবেশন করব এখানে. 
কিন্তু এখন বিসর্জনের পরেরদিন ঊষাহরণের একটি দল দিনাজপুরের লোকনাট্য খন পরিবেশন করে. এখানে খনের বাদ্যযন্ত্রীদের ছবি দেওয়া হল. ভবিষ্যতে নাট্যের নানান ছবি পরিবেশন করা যাবে 

No comments: