শাক্তিদার বড় উদ্যম, হকারসদের এশিয়া সম্মেলন বাংলাদেশে করা। সেই জন্য শুধু বাংলাদেশের হকারস সংগঠনকে নিয়ে পরিকল্পনা করছেন, তেমনি, তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে জুড়ে নিয়েছেন। রেজাভাইএর কোস্টের সঙ্গে মিটিং সেরে তিনি আমি আর লাভলি চলে গেলাম প্রাদীপএ, সেখানে মিন্টুদা, ফিরোজ, রহমানদার সঙ্গে আলাপ হল। এবং দুপুরে খেলাম। শাক্তিদা এশিয়া সম্মেলন নিয়ে কথা বলেন। ওরা দিনাজপুরেও কাজ করেন। কথা হল, ওরা দিনাজপুরে হস্ত, বস্ত্র শিল্পীদের নিয়ে সংগঠন করবেন।








No comments:
Post a Comment