প্রদীপ থেকে গেলাম বাস্তুহারাদের সংগঠনে। খুব বড় সংগঠন। বাংলাদেশে উদ্বাস্তু, বাস্তুহারাদের মুরুব্বি ছিলেন এম এ জামান সাহেব। তিনি মারা যাওয়ার পর তাঁর বড় পুত্র খোকন সংগঠনের হাল ধরেন। শাক্তিমানদাদার পাশে যুবকটি খোকন, এখন উদ্বাস্তু আন্দোলনের বড় নেতা। জামান সাহেব জগতে থাকতে থাকতে বাংলাদেশ সরকার সাভারে সংগঠনকে বড় জমি দেয় উদ্বাস্তু পুনর্বাসনের জন্য। সেখানে প্রায় ২২০০ পরিবার পুনরবাসিত হয়। কিন্তু লিজ বন্দোবস্ত প্রত্যেক বছরে নবীকরন হয়। এবং এর জন্য তাঁরা বাংলাদেশ সরকারকে প্রায় এক কোটি টাকা নানান রূপে ট্যাক্স হিসেবে দেন। তাঁরা নিজেরাই সেই জমি উন্নয়ন করেছেন বাড়ি করেছেন। সেই দপ্তরে শাক্তিদা এশিয়া সম্মেলন নিয়ে আলোচনা করেন এবং উদ্বাস্তু সমস্যা নিয়েও যে সে সম্মেলনে বিশেসভাবে আলোচনা হবে তাও বিশদে কথা হয়। সেদিন ঠিক হয় পরের দিন আমরা সাভারের পুনর্বাসন স্থল দেখতে যাব। তাঁরা আমাদের তুলে নেবেন।







No comments:
Post a Comment