আমি বাংলাদেশে পৌঁছই ৭ রাতে। পরের দিন সকাল থেকে শাক্তিমান ঘোষের সঙ্গে। তিনি ঢাকায় গিয়েছেন এডিবি বিরোধী নানান আন্দোলন সংগঠিত করতে। মিটিঙের পরে তার সঙ্গে ছিলাম। পরের দিন থেকে অনেক সংগঠনের সঙ্গে অনেকগুলো মীটিং করলাম। দিনের শেষ মিটিংটি হকার লিগের দপ্তরে। ছবিতে নেই, শ্রীলঙ্কার প্রতিনিধি তিলকও এসেছিল এই মিটিঙে। বিভিন্ন হকার নেতা ছাড়াও ছিলেন গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতা লাভলি ইয়াসমিন।





No comments:
Post a Comment