বর্ধমানে শের আফগান বা আলিকুলি ইস্তালজুর সমাধি। তার পাশেই জাহাঙ্গিরের পালিতভাই, বন্ধু কুতুবুদ্দিন কোকা, খানইচিস্তির সমাধি। কুতুবুদ্দিন বাংলার নবাব হয়ে পিতৃবন্ধু বিদ্রোহী মানসিংহের যায়গায় আসেন। জাহাঙ্গিরের নির্দেশে আলিকুলিকে গ্রেফতার করতে গিয়ে আলিকুলি এবং কোকা দুহজনের নিহত হন ১৬০৭এর ৩০মে। অথচ সমাধিস্থলে তারিখ দেওয়া আছে ১৬১০এর।



No comments:
Post a Comment