Wednesday, November 8, 2017

উপনিবেশ বিরোধী চর্চা - লজ্জার, ঘেন্নার ভয়ের ৪২

নোট বাতিলের বর্ষপূর্তির দিনে মনে পড়ল ৪২
৭০ বছর আগে বাঙলায় ব্রিটিশ উদ্যমে কত ছোটলোক বাঙ্গালি হত্যা আর খুন হয়েছিল কেউ জানে না। ভদ্র আন্দাজ ৩০ লাখ।
আর এক শিক্ষিত ভদ্র বাঙ্গালি নুরেমবার্গে ছুটেছিল জার্মানদের শাস্তি দিতে, নিজের দেশে ৩০ লক্ষ খুনের হিসেব না নিয়ে।
বন্ধু তোমার আমার পূর্বজরা ব্রিটিশদের গোলামি করেছে, তাদের উত্তরাধিকারী আমরা আজও ক্ষমতার দালালি করছি।
আমাদের সকলের জামায় ৭৬ আর ৪২এর গণহত্যাকান্ডে খুন হয়ে যাওয়া মন্দভাগ্য গেঁয়ো ছোটলোক বাঙালির লাল টকটকে খুনের ছোপ লেগে আছে!
৪২এর ইতিহাসকে ঘোমটা পরানো হয়েছে মন্বন্তর নামে। আজও ভদ্রবাঙালিরা ৪২কে গণহত্যা নাম দিতে ডরায়।
ব্রিটিশ রাণীর কত বছরের জন্মদিন আর যুবরাজের সন্তান হওয়া জন্য বাঙলার শহরে শহরে আদিখ্যেতার ধুম পড়ে গিয়েছিল।
ভদ্র বাঙালির লজ্জা নেই।
.
এই ছবিগুলো মনে পড়ে বাঙ্গালি!
















No comments:

Post a Comment