অধ্যাপক রাজ্জাক বললেনঃ স্যার আশুতোষ অবইশ্যই হিন্দু ছিলেন। আর এটা তো স্বাভাবিক, তিনি তাঁর আত্মীয়স্বজনের মঙ্গলের কথাই আগে চিন্তা করবেন। আর সত্যিকারের 'ভদ্রলোকের' আত্মীয় ভদ্রলোকই। আর এ ব্যাপারে আশুতোষ উদার ছিলেন। মুসলমান 'ভদ্রলোকও' তাঁর আত্মীয়সম ছিল। সলিমুল্লাহ, মানে নওবাব সলিমুল্লাহ, সেদিক থেকে তাঁর আত্মীয় ছিলেন তাঁর কথা বলতে আশুতোষ উচ্ছ্বসিত হতেন। আর তার ছেলে হাবিবুল্লাহর গুনাগুণ যাই হোক, আশুতোষের কাছ থেকে পৃষ্ঠপোষকতা পেতে কোন অসুবিধে হয় নি। মোটকথা ভদ্রলোকের আত্মীয় ভদ্রলোক।
No comments:
Post a Comment