তাঁর পরে গেলাম শান্তিদির বাড়ি। খুব ভাল কর্মী। বাংলা নাটক ডট কম তাঁকে দিয়ে একটি থালা বানিয়ে নিয়ে গিয়েছে। সময় লেগেছে দশ দিন। একটাও পয়সা দেয় নি। বলে গিয়েছে অর্ডার হবে। দিদি বাড়ি সারাচ্ছেন। আকুলাবালাদের সোসাইটিতে ইয়াবার সময় কিছুটা শান্তিদির বাড়ি ছুঁয়ে গেলাম।
এই সের থালা
No comments:
Post a Comment