সুধাংশু কুমার রায় অসাধারণ এক পথিকৃৎ। প্রায় ৭০ বছর আগে প্রবীণ অশোক মিত্র মশাই যে আদম সুমারী নির্বাহ করেন, সেই কাজের সমীক্ষার জোড়া পাতায় ছিল সুধাংশু কুমার রায়ের প্রায় ৭০ পাতার একটি প্রতিবেদন শির্ষক ছিল ওপরের ইংরেজি লেখাটি। সেই সমীক্ষার মুখবন্ধে মিত্তিরজা ইঙ্গিত দেন, রায়জা মূল লেখাটি বাংলায় লিখেছিলেন। সেটি ইংরেজি অনুবাদ করে মিত্তিরজা সেই আদম সুমারীর সমীক্ষার জোড়া পাতায় পেশ করেছিলেন। এই লেখাটি লোকফোকের হাতে আসে বালির সুহৃদ শৈবাল দত্তর মার্ফত। দত্তজারই প্রায় বিষ্মৃতির অতল থেকে রায়জা কে তুলে নিয়ে আসেন। দত্তজা প্রশান্ত চট্টোপাধ্যায় সম্পাদিত কালধ্বনি পত্রিকার সেটি দুটি খণ্ডে প্রকাশ করছেন। মূল জোড়াপাতাটি দত্তজার সৌজন্যে প্রাপ্ত। সেটির প্রত্যেক পাতা তাঁর থেকে যেমন পেয়েছি তা তুলে দিলাম পাঠকের দরবারে। বেশি বাগবিধি বিস্তার বা করে আপনারা আস্বাদন করুন সেই লেখা। আরও কিছু জানতে যোগাযোগ করুন শৈবাল দত্তর সঙ্গে saibalbally56@gmail.com
No comments:
Post a Comment