সেদিন পরমের প্রথম সংখ্যা নিয়ে গিয়েছিলাম মহাশ্বেতাদির বাড়ি। একটা সংখ্যা তাঁকে দিলাম। তিনি দেখে আশীর্বাদ করলেন। বললেন এদের মাথায় করে রাখতে হবে।
সেদিন আমরা ছিলাম জয়াদি আর ঢাকা থেকে আসা নাগরিক উদ্যোগের অন্যতম সংগঠক জাকির হোসেনের সঙ্গে।
ছবিতে মহাশ্বেতাদির পেছনে দাঁড়িয়ে আছেন জাকিরদা। তাঁর সামনে পরম।
No comments:
Post a Comment