এই ছবিটি তুলেদেওয়ার একটাই কারন, গাড়ির চাকার বন্ধনী, আদতে ভার নেওয়ার ক্ষমতা। ছবিটি যখন তোলা হয়েছে যতদূর সম্ভব ১৮৫০এর আশেপাশে, তখন বাংলার শিল্প, ব্যবসা সব ধংস, এবং অস্তমিত। সে সময়ে এ ধরণের কিছু গাড়ি যে টিকে ছিল, অনেক বেশি মালামাল বহন করার জন্য, এই ছবি থেকে সেই তথ্য সরাসরি প্রমান করা যায়।
No comments:
Post a Comment